সবাই বলে মানুষ পাল্টায় না, কিন্তু সত্যিই কি তাই? মানুষ তো নদীর স্রোতের মতো—বয়ে চলে প্রতিদিন নতুন নতুন বাঁকে,🏞 অজানা গতিপথ ধরে। এই পরিবর্তনই জীবনের শাশ্বত সত্য। আমি নিজেকে দেখেছি কতবার বদলাতে। ছোটবেলায় এক ভীতু, লাজুক শিশু ছিলাম। তখন অন্ধকারে যেতে ভয়, নতুন কারও সামনে কথা বলতে আতঙ্ক। অথচ, একটু বড় হতেই দেখলাম আত্মবিশ্বাসের
আরও পড়ুন