1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
সড়কের কাজের বিষয়ে বক্তব্য চাওয়ায় সাংবাদিককে ‘হত্যার হুমকি’ ইউপি চেয়ারম্যানের কুষ্টিয়ায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: সমন গোপন করে পরিকল্পিত হয়রানির অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণের সাথে পুলিশের মতবিনিময় ঘোড়াঘাটে নানা আয়োজনে মে দিবস পালিত বনের রক্ষকই বন লুটের হোতা! হরিণ শিকার, গাছ কাটা, খাল-চর লিজ, মোষ রাখার অনুমতি — দুর্নীতির পাহাড় বিট কর্মকর্তার বিরুদ্ধে দীঘিনালায় যথার্থ মর্যাদায় মে দিবস পালিত ঘোড়াঘাটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধর ও ডাকাতি: অভিযুক্ত রায়হান সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করতে সকলের সচেনতা ছাড়া কোন বিকল্প নাই।
সংবাদ শিরোনাম:
সড়কের কাজের বিষয়ে বক্তব্য চাওয়ায় সাংবাদিককে ‘হত্যার হুমকি’ ইউপি চেয়ারম্যানের কুষ্টিয়ায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত। দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: সমন গোপন করে পরিকল্পিত হয়রানির অভিযোগ বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণের সাথে পুলিশের মতবিনিময় ঘোড়াঘাটে নানা আয়োজনে মে দিবস পালিত বনের রক্ষকই বন লুটের হোতা! হরিণ শিকার, গাছ কাটা, খাল-চর লিজ, মোষ রাখার অনুমতি — দুর্নীতির পাহাড় বিট কর্মকর্তার বিরুদ্ধে দীঘিনালায় যথার্থ মর্যাদায় মে দিবস পালিত ঘোড়াঘাটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধর ও ডাকাতি: অভিযুক্ত রায়হান সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করতে সকলের সচেনতা ছাড়া কোন বিকল্প নাই।

সড়কের কাজের বিষয়ে বক্তব্য চাওয়ায় সাংবাদিককে ‘হত্যার হুমকি’ ইউপি চেয়ারম্যানের

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৭ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

সড়কের কাজের বিষয়ে বক্তব্য চাওয়ায় সাংবাদিককে ‘হত্যার হুমকি’ ইউপি চেয়ারম্যানের।
যশোরের মনিরামপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদনের জন্য বক্তব্য নেওয়ার পর হোয়াটসআপে কল করে এক সাংবাদিককে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আনোয়ার হোসেন নামের ওই সাংবাদিক এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আলিম জিন্নাহর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আনোয়ার হোসেন দৈনিক আজকের পত্রিকার মনিরামপুর উপজেলা প্রতিনিধি। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল আলিম হোয়াটসঅ্যাপে ফোন করে এই হুমকি দেন বলে অভিযোগ করেছেন আনোয়ার হোসেন। আবদুল আলিম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জিডিতে আনোয়ার হোসেন উল্লেখ করেছেন, ইউপি চেয়ারম্যান আবদুল আলিমের তত্ত্বাবধায়নে সরকারি অর্থায়নে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মোহন্ততলা মন্দির অভিমুখে একটি ইটের সলিং সড়ক সংস্কারের কাজ কয়েক দিন আগে শেষ হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ ছিল, সড়ক সংস্কারে মানহীন ইট ব্যবহারের কারণে চলাচলের জন্য উন্মুক্ত করার পরপরই অধিকাংশ ইট ভেঙে নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করার জন্য বক্তব্য নিতে বুধবার (৩০ এপ্রিল) রাতে চেয়ারম্যান আবদুল আলিমের সঙ্গে মুঠোফোনে আনোয়ার হোসেনের কথা হয়। এরপর রাত ১০টা ৫২ মিনিটে আবদুল আলিম হোয়াটসঅ্যাপে আনোয়ার হোসেনকে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি তাঁকে হত্যার হুমকি দেন। আনোয়ার হোসেন এ সময় অন্য একটি মুঠোফোনে চেয়ারম্যানের বক্তব্য রেকর্ড করেন।
জানতে চাইলে বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুল আলিম বলেন, ‘আমার বাড়ি এবং সাংবাদিক আনোয়ার হোসেনের বাড়ি একই ইউনিয়নে। আমার সঙ্গে তাঁর সম্পর্কও ভালো। ইউনিয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ টাকা ব্যয়ে আমি ১৭৪ ফুট একটি ইটের সড়ক করছি। এতে প্রায় পাঁচ হাজার ইট লেগেছে। ইটের দাম বেশি। ভ্যাট ও আইডি বাদ দিলে ১ লাখ টাকা থেকে আরও টাকা কমে যায়। সড়কের কাজ এখনো শেষ হয়নি। বালু দিয়ে ইট বোনার কাজ কেবল শেষ হয়েছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় এখনো বালু দিতে পারিনি। সড়কের বিলও তৈরি করে জমা দিইনি। এর মধ্যে গরুর গাড়ি ও ট্রলিতে করে ধান পরিবহনের সময় সড়কটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এটা নিয়ে সাংবাদিক আনোয়ার হোসেনের সঙ্গে আমার হোয়াটসআপে কথা হয়েছে। তাঁকে আমি গালিগালাজ করিনি, কোনো হুমকি দিইনি। আমার বক্তব্য রেকর্ড করে তা এডিট করা হয়েছে।’এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, আনোয়ার হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com