হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
চলো, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে! যশোর জেলার মণিরামপুর থানায় পুলিশ কর্তৃক একটি মাদক বিরোধী অভিযানে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট (এ্যালকোহল) উদ্ধার করা হয়েছে। এই এ্যালকোহলের বাণিজ্যের মূল্য অনুমান ৩,৬০০ টাকা।
এই অভিযানে মণিরামপুর থানাধীন জালালপুর গ্রামস্থ ৪০ বছর বয়সী আমিনুল ইসলাম খোকন (পিতা- কাওসার বিশ্বাস) গ্রেফতার করা হয়। এই অভিযানে পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশক্রমে এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজীর নির্দেশনায় সুজন মাহমুদ (এসআই) এবং শহিদুল ইসলাম (এএসআই) সহ ফোর্স সদস্যরা নিয়ুক্ত ছিলো।
ধৃত আসামীর বিরুদ্ধে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ২৪(ক) ধারায় ১ ই মে মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, “থানা এলাকায় অভিযান অব্যাহত আছে। আমরা সারা দিন ও রাতে মাদকদ্রব্য বাণিজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছি।”
এই অভিযানে পুলিশের সামর্থ্য এবং নির্দেশিতার সাক্ষ্য দেখা যায়। এই স্লোগানের সাথে চলো, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে সমাজের সুরক্ষা বজায় রাখো!”
Leave a Reply