হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোর জেলার মনিরামপুর উপজেলার চিনেরঢোলা ফকিররাস্তা গ্রামে মোঃ রফিকুল ইসলামের শিশু সন্তান শিহাব হসেন( ৩)। ৩০ এপ্রিল বুধবার দুপুর ১২:৩০ মিনিটের দিকে প্রতিবেশির কাছ থেকে জলপান আলুর বীজ নিয়ে আসে নিজ বাড়িতে রোপণ করার জন্য । কিন্তু এটা যে তার কোলের সন্তানকে কেড়ে নিবে জানতো না কেউ। জলপান আলুর বীজ গুলো নিয়ে শিশু সন্তান শিহাব হসেনের কাছে তার মা দেন খেলা করার জন্য, সে বসে বসে খেলছিলো এবং শুকনো বীজ গুলো দাত দিয়ে ছুলে ছুলে খাওয়ার চিষ্টা করতেছিলো। হয়তো কয়েকটি বীজ সে চাবিয়ে খেয়ে ফেলে, অতঃপর শিশু শিহাব তার মাকে ডেকে ইঙ্গিত করেন তার বমি হওয়ার ভাব এর কিছুক্ষন পর মুখ দিয়ে গেঁজা উঠতে শুরু করে। শিহাব হসেনের মা এবং প্রতিবেশি মিলে চিনেরঢোলা বাজারে এক ডাক্তারের কাছে নিয়ে যায় সেখান থেকে ফিরিয়ে এনে কেশবপুর সরকারি হাসপাতালে জুরুরি বিভাগে দেখান। কিন্তু শিহাবের অবস্থা অনেক খারাপ দেখে হাসপাতাল থেকে বলা হয় তাকে খুলনা ২৫০ বেডে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে এ্যাম্বুলেন্স করে খুলনার দিকে রওনা দিলে প্রতিমধ্যে আনুমানিক ১:৪৫ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শিশু শিহাবের মৃত্যুর খবর শুনে এলাকার লোক জন দেখতে বসছে দূর দূরত্ব থেকে। কি ভাবে মেনে নিবে তার পিতা মাতা শিশু শিহাব পরিবার ২য় পুত্র সন্তান,প্রথমে মেয়ে হওয়ার পর কনেক কিছুর পরেই ২য় সন্তানের জন্ম দেন তারা। মহান আল্লাহ পিতা মাতার ধৈর্য ধরার তৌফিক দান করুক, কেল জুড়ে আবারও একটা নেক পুত্র সন্তান দান করুক।
Leave a Reply