মেহেদী হাসান হৃদয়,,
ভোলা জেলার জনপ্রিয় দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক এবং সাহসী সাংবাদিক রাজিবের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক মহলসহ পুরো এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রাজিব তার পত্রিকায় একাধিক সাহসী প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন, যা কিছু স্বার্থান্বেষী মহলের অপকর্ম প্রকাশ্যে এনে দিচ্ছিল। এ কারণে পূর্বপরিকল্পিতভাবে তাকে হামলার শিকার হতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পরিবার এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাংবাদিক নির্যাতন ও হামলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, সত্য প্রকাশে কখনোই কলম থেমে থাকবে না। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেবে, তা এখন সময়ই বলে দেবে। তবে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা চরম হুমকির মুখে পড়বে বলে অভিমত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।
Leave a Reply