
বিজয় চৌধুরী, ঢাকা
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় ‘বিউটি ফ্যাশন’ নামে একটি তৈরি পোশাক কারখানায় শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত প্রায় ১০টার দিকে ‘বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার’-এর ছয়তলায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ আগুন দেখা দেয় এবং দ্রুত পুরো তলায় ছড়িয়ে পড়ে।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ সেনা ক্যাম্পের সদস্যরাও উদ্ধার ও অগ্নিনির্বাপণে অংশ নেন। উভয় সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কারখানার ভেতরে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহযোগিতা করা তাদের অঙ্গীকারের অংশ। একই সঙ্গে অগ্নিকাণ্ডসহ যে কোনো বিপর্যয় এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে তারা।
Leave a Reply