
বিশেষ প্রতিনিধি:
ভোলা পৌরসভা কর্তৃপক্ষের ফুটপাত দখলমুক্ত অভিযানের পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বর্জ্য নিষ্কাশনের তিনটি গাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের কিছুক্ষণ পর ক্ষুব্ধ ব্যবসায়ীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে পৌরসভার বর্জ্য পরিবহনের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিকাণ্ডে গাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোলা পৌরসভা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ফুটপাত জনগণের চলাচলের জন্য, সেখানে অবৈধ দোকান গড়ে তোলা ছিল বেআইনি। আইনগত ব্যবস্থা অনুযায়ী অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভোলা পৌরসভা কর্তৃপক্ষ দোকান উচ্ছেদের সময় মালামাল সরানোর সুযোগ দেয়নি। বিকল্প ব্যবস্থা না দিয়েই দোকানগুলো উচ্ছেদ করায় আমরা ক্ষুব্ধ হয়েছি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
Leave a Reply