মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫ তম তিরোধান দিবসের মূল আয়োজন।
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার লালন আখড়া বাড়ি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৩ দিন ব্যাপী লালন স্মরণোৎসব ও গ্রামীণ মেলা।
এবারের বিশেষত্ব হলো প্রথমবারের মতো এ তিরোধান উৎসব জাতীয় ভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে দেশের নানা প্রান্ত থেকে হাজারো লালনভক্ত, সাধক,গবেষক ও দর্শনার্থীদের ঢল নেমেছে ছেঁউড়িয়া লালন মাঠে।
ইতোমধ্যে আশ্রম এলাকায় শুরু হয়েছে দোল-তবলা,একতারার সুরে আখড়ার আঙিনায় লালনের গান এবং দর্শন আলোচনা।
উৎসবের মূল আকর্ষণ গুলো হবে,লালন দর্শন ও ভাবনা নিয়ে আলোচনা সভা,সাধুসংঘের মিলনমেলা ও সন্ধ্যাকালীন গম্ভীর গান,গ্রামীণ মেলা হস্তশিল্প,কাঠের খেলনা,মুড়ি-মুড়কি,নকশিকাঁথা l
সারারাত ধরে পালাগান,আখড়ার গান ও বাউল সমাগম
লালনভক্তদের বিশ্বাস,লালন শুধু একজন সাধক নন,তিনি মানুষের ধর্ম,বর্ণ,জাতিকে ছাড়িয়ে মানবতার পথিকৃৎ।
Leave a Reply