
মোঃ মনিরুল ইসলাম
সদর উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল বাইপাস সড়কে গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রুমি আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ সদস্য মহিদুল ইসলাম তার ভাতিজি রুমি আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ গ্রাম দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাহির মাদী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতৈল বাইপাস এলাকায় একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিলে রুমি আক্তার ঘটনাস্থলেই মারা যান।
নিহত রুমি আক্তার দৌলতপুর উপজেলার চিলমারীর বীর মুক্তিযোদ্ধা সিরাজ খাঁনের নাতনী এবং রাশেদ খাঁনের বড় মেয়ে।
গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য মহিদুল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবার ও এলাকায়। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।
Leave a Reply