
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি,বিদেশি সিগারেট ও ভারতীয় কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮,২৯ ও ৩১ আগস্ট জেলার ভেড়ামারা,দৌলতপুরসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিড়ি,শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট ও ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। পৃথক অভিযানে জব্দকৃত মালামাল ২৮ আগস্ট (ভেড়ামারা উপজেলার বারমাইল বাজার এলাকা):৩৪২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি ও বৈধ মূসক চালান পত্র না থাকায় ২০০০প্যাকেট বিদেশি সিগারেট জব্দ। আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮৮ হাজার ১০০ টাকা। ২৯ আগস্ট (দৌলতপুর উপজেলার ভাগজোত ঘাট, আশ্রায়ন বিওপি এলাকা):ভারত থেকে আনা ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। ৩১ আগস্ট (জেলার বিভিন্ন এলাকা):আনুমানিক ৮ কোটি টাকার নকল বিড়ি ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিদেশি সিগারেট যাচাই শেষে মালিকপক্ষ থেকে মূসক বাবদ ১৮ হাজার টাকা এবং সম্পূরক শুল্ক বাবদ ৮০ হাজার ৪০০ টাকা—মোট ৯৮ হাজার ৪০০ টাকা রাজস্ব আদায় করে সিগারেটগুলো ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে, জব্দকৃত নকল বিড়ি কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম চলছে এবং কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষিত রয়েছে। ৪৭ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো.শাহরিয়ার জাহান বলেন,আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মাহবুব মুর্শেদ রহমান,পিএসসি জানান,সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় নকল বিড়ি ও কারেন্ট জালের অবাধ বেচাকেনা চলছিল। বিজিবির এ অভিযানের ফলে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
Leave a Reply