
ভোলা প্রতিনিধি
ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার ৫ নং শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর ২ নং ওয়ার্ডে মোঃ আলম নামের এক ব্যক্তিকে তার পরিবারসহ নৃশংসভাবে হত্যার চেষ্টা করেছে স্থানীয় মোঃ শফিক হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত কয়েকদিন ধরে মোঃ শফিক বিভিন্ন সময়ে মোঃ আলম ও তার পরিবারের উপর হামলা চালিয়ে আসছিল। সম্প্রতি ধারালো অস্ত্র নিয়ে আলমকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে আলম ও তার পরিবারের সদস্যরা প্রাণে বাঁচলেও গুরুতরভাবে আহত হন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, হামলাকারী মোঃ শফিক দীর্ঘদিন ধরে নদীতে জলদস্যু কার্যকলাপের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সন্ত্রাসীদের সহযোগিতায় চুরি-ডাকাতির পাশাপাশি এলাকায় সাধারণ মানুষের উপর চাঁদাবাজি ও অত্যাচার চালিয়ে আসছেন।
স্থানীয়রা জানান, তার এ ধরনের কর্মকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply