বাহাদুর চৌধুরী
ভোলা জেলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার সহকারী প্রভাষক পদমর্যাদার মুহাদ্দিস মোঃ আব্দুল ওয়াদুদ ওরফে ওয়াদুদ মাওলানার বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধি ৪২০ ভুয়া প্রমাণপত্র তৈরি করে-নিজের বয়স ২০ বছর কমিয়ে, চাকরিতে যোগদানের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তিনি ১৯৯৫ সনে এমন প্রতারণার মাধ্যমে নিজের জন্মসাল ১৯৭০ দেখিয়ে চাকুরিতে যোগদান করেন এবং পরবর্তীতে চাকরিতে দেয়া তথ্য সঠিক প্রমাণের লক্ষে:- তার জাতীয় পরিচয়পত্র(নং ৬৪৩৭২১৬১২৭)তে ১ মার্চ ১৯৭০ নথিভুক্ত করান। এমনই প্রতারণার মাধ্যমে ৩০ বছর যাবত বেতনের নামে সরকারি অর্থ আত্মসাৎ করে যাচ্ছেন। তথ্যানুসন্ধানে জানা যায়, আব্দুল ওয়াদুদ চট্রগ্রাম হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা থেকে ১৯৭৬-৭৭ সনে নিয়মিত ক্লাস করে দাওরায়ে হাদীস পাশ করেন, যার মূল্যায়ন মাস্টার্স সমমানের সনদ। সেখানে তার জন্ম ১৯৫০ লিপিবদ্ধ করা। ১৯৭০ সনে তার জন্ম সত্য হলে বুঝতে হবে মাত্র ৭ বছর বয়সে তিনি মাস্টার্স পাশ করেছেন, যা অসম্ভব। আব্দুল ওয়াদুদের ছোট বোন, বিবি রহিমার জাতীয় পরিচয় পত্র ( নং ২৩৫৩৭৩৩৭১৬ ) তে তার জন্ম ১৯৫২ উল্লেখ করা। ছোট বোনের জন্ম ১৯৫২ সনে হলে বড় ভাইর জন্ম কিভাবে ১৯৭০ সনে হয় যা একটি বড় প্রশ্ন। আব্দুল ওয়াদুদের ছেলে মোঃ আব্দুস সালামের জাতীয় পরিচয় পত্র ( নং ৩৭৪৮৮৮৪৮২৬)তে তার জন্মসাল ১৯৭৯ উল্লেখ করা। তবে কি আব্দুল ওয়াদুদ মাত্র ৯ বছর বয়সে বাবা হয়েছেন?
উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
Leave a Reply