বাহাদুর চৌধুরী।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন ।
আজ মঙ্গলবার (৬ মে ২০২৫) বেলা ১টা ২৫ মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান -উক্ত সময় উপস্থিত ছিলেন হাজারো গণমাধ্যম কর্মী।
বেলা ১১টা ১০ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তার দুই পুত্রবধূকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে।উক্ত সময় খালেদা জিয়ার গাড়ির বহরকে বাংলাদেশ সেনাবাহিনী সহ তিনি স্তরের নিরাপত্তা দিয়ে আনা হয়।
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান ভোলা জেলার বাহানাউদ্দিন, দৌলতখান উপজেলার, চরফ্যাশন ও মনপুরা সহ বাংলাদেশের সকল জেলার লাখ লাখ বিএনপির নেতা-কর্মীরা। খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউ খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে রাজপথে নেমেছিল।
Leave a Reply