বাহাদুর চৌধুরী, ভোলা:
ভোলা জেলার চরফ্যাশন দক্ষিণ আইসা বাবুরহাট মহাসড়কে বাস চলাচল বন্ধের আজ তৃতীয় দিন চলছে। গত রোববার বিকাল থেকে ভোলা বাস মালিক সমিতি ও সিএনজি চালক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে বাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে জেলার সাধারণ মানুষ এবং বিশেষ করে অসুস্থ রোগীরা পড়েছেন চরম বিপাকে।
বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের বাধ্য হয়ে অধিক ভাড়া গুনে মাইক্রোবাসে যাতায়াত করতে হচ্ছে। চরফ্যাশন থেকে ভোলা জেলা শহরে পৌঁছাতে এখন জনপ্রতি ২৫০ টাকা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
ভোলা গিয়ে ডাক্তার দেখাতে আসা যাত্রী মোঃ মনির জানান, “বাস না থাকায় মাইক্রোবাসে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে?”
শশীভূষণ থেকে ভোলায় আসা যাত্রী হাসান ও রফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভাড়ার পরিমাণ অনেক বেশি। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া দরকার।”
বাস ড্রাইভার আব্দুল খালেক জানান, “ধর্মঘটের কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত একটা সমাধান চাই। যাতে করে বাস-সিএনজি উভয়ই তাদের নিজ নিজ নিয়মে চলাচল করতে পারে।”
বাস মালিক সমিতির সদস্য মিন্টু চন্দ্র দাস বলেন, “বাসের স্টাফরা বাসের আয়ে সংসার চালায়। বর্তমানে বাস বন্ধ থাকায় তাদের পরিবারে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মালিক সমিতি থেকে সীমিত সহায়তা দেওয়া হলেও এটি টেকসই নয়।”
ভোলা বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ তালুকদার দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদকে জানান, “সিএনজি চালকদের সঙ্গে বাস চালকদের অনিয়ম নিয়ে ঝামেলার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। ডিসির সিদ্ধান্ত মোতাবেক সিএনজি সামনের সিটে যাত্রী তুলতে পারবে না। আজ ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতি ও সিএনজি চালক সমিতির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই এ সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন জেলার সাধারণ জনগণ।
Leave a Reply