হাসান আহমেদ দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র লটারিতে ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন জাহাঙ্গীর আলম নামের প্রবাসী এক বাংলাদেশি। তিনি দুবাইতে থাকেন। জাহাজ নির্মাণ শিল্পের কর্মী হিসেবে সেখানে কাজ করেন। লটারির সর্বশেষ ড্র-তে তিনি এই অর্থ জেতেন।
সোমবার (৩ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সোমবার অনুষ্ঠিত সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫ কোটি ৯৩ লাখ টাকা। জাহাঙ্গীরের টিকেট নম্বর ছিল ১৩৪৪৬৮। এটি তিনি গত ১১ ফেব্রুয়ারিতে কিনেছিলেন।
এতে আরো বলা হয়, ৪৪ বছর বয়সী জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। তার পরিবার বাংলাদেশে থাকে। গত তিন বছরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে দল বেঁধে বিগ টিকেট ড্রতে অংশগ্রহণ করেছেন।
লটারিতে জয়ের পর জাহাঙ্গীর বলেছেন, “আমার ফোনে যখন কলটি আসে তখন আমি মোনাজাতে মগ্ন ছিলাম। আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এই সংবাদটি জানায়। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। এই জয় সত্যিই বিশেষ কিছু কারণ এটি শুধু আমার নয়, এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।”
এদিকে লটারিতে জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে বন্ধুদের সঙ্গে একটি ছোট ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, “আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আশা করি, আমার এই গল্প অন্যদেরকেও সুযোগ নিতে অনুপ্রাণিত করবে।”
প্রসঙ্গত, বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে অনেক বাংলাদেশি প্রবাসী আমিরাতে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। তাদের পাশে এবার যুক্ত হলো জাহাঙ্গীর আলমের
Leave a Reply