মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহত সাংবাদিক জাবেদ আখতারকে ফোন করে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফোনে তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ হামলার ঘটনায় পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে দলের সব সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।
গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান,ইতোমধ্যে হামলার ঘটনায় জড়িত পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসানকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
হামলার ঘটনায় আহত এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাভেদ আখতার বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন। তিনি আমার খোঁজ নিয়েছেন। দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন। যারা এই ঘটনার সঙ্গে ছিলেন তাদের প্রতি জিরো টলারেন্স ভূমিকা রাখবেন এবং তাদের প্রতি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুনের স্বাক্ষর করা বার্তায় বলা হয়,দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব মো. মেহেদী হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
Leave a Reply