বিজয় চৌধুরী, ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিনির্বাপণের সময় আহত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসারের সাহসী সদস্যদের খোঁজখবর নিতে ২০ অক্টোবর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
তিনি সেখানে চিকিৎসাধীন সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। মহাপরিচালক আহতদের মনোবল দৃঢ় রাখতে উৎসাহ দেন এবং উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যথাযথ চিকিৎসা ও সেবার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।
ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল আহতদের পেশাদারিত্ব, সাহস ও মানবসেবার প্রতি অটল নিষ্ঠার প্রশংসা করে বলেন— “দেশ ও মানুষের সেবায় তাঁদের এই ত্যাগ সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।”
Leave a Reply