বিজয় চৌধুরী, ঢাকা
আজ বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মান দূতাবাসের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে কর্নেল ক্লাউস মার্কেল এবং ডেপুটি ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কমান্ডার মার্কো হেলগ্রেভে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বিনিময় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জার্মান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে, জার্মান প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব, বোঝাপড়া ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
Leave a Reply