মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেঁউড়িয়া লালন একাডেমি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। তিনি বলেন,লালন সাঁইয়ের তিরোধান দিবস শুধু কুষ্টিয়ার নয়, এটি সারাদেশের মানুষের মিলনমেলা। তাই উৎসবমুখর এই আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
সভায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং লালন একাডেমির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আসন্ন লালন তিরোধান দিবসকে ঘিরে তিন দিনব্যাপী উৎসবে দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত,সাধক ও দর্শনার্থীর আগমন প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি জোরদার করা হবে বলে সভায় জানানো হয়।
সভা শেষে পুলিশ সুপার মহোদয় লালন একাডেমি প্রাঙ্গণের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
Leave a Reply