আওরঙ্গজেব কামাল ঢাকা প্রেসক্লাব সভাপতি ;
বিশিষ্ট সমাজসেবক, শ্রমিকদের আস্থাভাজন, অসহায় মানুষের কণ্ঠস্বর, ন্যায়বিচারের প্রতীক, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানের উত্তরসূরি ও প্রখ্যাত শ্রমিক নেতা-আগামী নির্বাচনে গরুর গাড়ি মার্কার অনুসারী আলহাজ্ব জামাল উদ্দিন বর্তমান সরকারের প্রতি এক গুচ্ছ গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে অবিলম্বে নিচের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে।
+শ্রমিকদের জন্য দাবি:
দেশের সকল শ্রেণির শ্রমিকদের সরকারি নিবন্ধন শুরু করে পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে হবে।
সুচিকিৎসার নিশ্চয়তা দিতে হবে যাতে শ্রমিকরা স্বাস্থ্যগত সুরক্ষা পান।
শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার সংরক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করতে হবে, যাতে কোনো মালিক শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন করতে না পারে।
+ভোলা জেলার উন্নয়ন সংক্রান্ত দাবি:
ভোলা জেলার গ্যাস ভোলার জনগণের প্রাপ্য, এ সম্পদ ভোলার প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে হবে।
+ভোলা টু বরিশাল সড়ক যোগাযোগ সহজ করতে অতি দ্রুত একটি সেতু নির্মাণ করতে হবে।
+সরকার থেকে বরাদ্দকৃত অসহায় দরিদ্র কৃষক শ্রমিক জেলেদের জমি জোরপূর্বক দখল করা বন্ধ করতে হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
+ভোলা জেলার নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
+পরিবেশ ও নদী রক্ষা:
নতুন জেগে ওঠা চরগুলোতে বন মন্ত্রণালয়ের অধীনে সুফল প্রকল্প চালু করে ব্যাপকহারে বৃক্ষরোপণ করতে হবে, যাতে নদীভাঙন রোধ করা যায়।
জেলেদের জন্য প্রস্তাব:
+জেলেদের নিবন্ধন শুরু করে সরকারি সহায়তা সরাসরি বিকাশের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের দুর্নীতির শিকার না হয়।
+রাজনৈতিক দাবি:
আসন্ন জাতীয় নির্বাচনে যোগ্য, সৎ ও দুর্নীতিমুক্ত নেতাদের প্রার্থী ঘোষণা করতে হবে।
যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, যাতে জনগণের সত্যিকারের প্রতিনিধিরা নেতৃত্বে আসতে পারেন।
আলহাজ্ব জামাল উদ্দিন আশা প্রকাশ করেন, বর্তমান সরকার শ্রমিক-কৃষক-জেলে ও সাধারণ মানুষের কল্যাণে এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করবে।
তিনি বলেন, “এই দেশ আমাদের সবার। উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠকে গুরুত্ব দিতে হবে।”
Leave a Reply