বিজয় চৌধুরী, ঢাকা
১৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরতেই এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”।
দিবসটি উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর দেশের সকল জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও উদ্ধার কার্যক্রম বিষয়ে মহড়া, শোভাযাত্রা, আলোচনা সভা এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রদর্শনী।
প্রত্যেক জেলায় আয়োজিত এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ, সতর্কতা ও সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও কমিউনিটি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তাই সকল স্তরের মানুষকে সচেতন হয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে, যাতে একসাথে মিলেই দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে কার্যকর ভূমিকা রাখা যায়।
এভাবেই “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যের আলোকে সারা দেশের মানুষ একযোগে অংশগ্রহণের মাধ্যমে দিবসটির তাৎপর্যকে আরও অর্থবহ করে তুলেছে।
Leave a Reply