বিজয় চৌধুরী, ঢাকা
বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত বার্ষিক “ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫”-এ যোগ দিতে ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
রোববার সকাল ১১টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে এই ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। সেখানে প্রফেসর ইউনুস বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে দেশের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।
এছাড়া, ফোরামের বিভিন্ন সেশন ও বৈঠকে তিনি টেকসই কৃষি উদ্যোগ, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক ব্যবসা মডেল নিয়ে আলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন, যা বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সমাধান খুঁজে বের করার লক্ষ্য নিয়ে কাজ করে।
Leave a Reply