আশরাফুল ইসলাম :
গাজীপুরের কাশিমপুর এলাকায় এক গার্মেন্টস কর্মজীবী নারী তার স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোসাঃ মৌসুমি বেগম (৩০), জাতীয় পরিচয়পত্র নং ২৩৭০৪১৯৮৯৩, পিতা মোঃ শহিদুল ইসলাম, মাতা মোছাঃ নাছিমা বেগম, বর্তমানে কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় বসবাস করেন। তিনি রাজারহাট, কুড়িগ্রামের স্থায়ী বাসিন্দা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী আবু ছায়েদ আলী মন্ডল (৪০), পিতা আব্দুস ছাত্তার মন্ডল, মাতা রিনা খাতুন, স্থায়ী ঠিকানা—বেলঘড়ীয়া, পোরশা, নওগাঁ এবং বর্তমানে বারেন্ডা মোল্লা মার্কেট সংলগ্ন, কাশিমপুর, গাজীপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকেন।
মৌসুমি বেগম জানান, পাঁচ মাস আগে আবু ছায়েদ আলী মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী নানা অজুহাতে ঝগড়া-বিবাদ করে আসছেন। বিবাহের সময় তিনি নিজের পূর্ববর্তী সংসারের কথা গোপন রাখেন বলে অভিযোগ করেন মৌসুমি।
তিনি আরও জানান, তার গার্মেন্টসের বেতনের সমস্ত টাকা স্বামী নিয়ে নেয় এবং কোনো ভরণপোষণ দেন না। বিভিন্ন সময় মোট ৮০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার একটি স্মার্টফোন স্বামীর হাতে তুলে দিয়েছেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর স্বামী বাসায় না ফেরায় মৌসুমি বেগম ফোনে যোগাযোগ করলে আবু ছায়েদ আলী মন্ডল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তালাক দেওয়ার হুমকি দেন। পরে প্রতিবাদ করলে তিনি মৌসুমিকে খুন করে লাশ গুম করার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার পর ভয় ও দুশ্চিন্তায় পড়া মৌসুমি পরিবারের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কাশিমপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply