বিশেষ (ভোলা) প্রতিনিধিঃ
বোরহানউদ্দিনে প্রশাসনের ওপর হামলা মামলার আসামি জাহাঙ্গীর সরদারকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। রবিবার বিকালে বোরহানউদ্দিন পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। গতবছর তেতুলিয়া নদীতে মৎস্য অভিযান চলার সময় সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানসহ পুলিশের ওপর হামলার ঘটনায় মামলায় জাহাঙ্গীর সরদারকে আটক করা হয়েছে । আটক জাহাঙ্গীর সরদার একই উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সেরাজল হক সরদারের ছেলে।
এছাড়াও রবিবার সকালে গঙ্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রুহুল আমিন মাঝি নামক যুবকের ওপর অতর্কিত হামলা চালায় জাহাঙ্গীর সরদারসহ তার সহোযোগীরা। জয়া বেড়ীবাধের উপরে হামলার ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী রুহুল আমিনের পরিবার বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় জাহাঙ্গীর সরদারসহ তার সহোযোগীদের আসামি করা হয়। বোরহানউদ্দিন থানার মোট দুটি মামলায় জাহাঙ্গীর সরদারকে আটক দেখানো হয়েছে বলে জানায় পুলিশ। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান জানান, সহকারী কমিশনার ভূমিসহ মৎস্য অভিযানের টিমের ওপর হামলার ঘটনায় মামলার আসামি আটক জাহাঙ্গীর সরদার। এছাড়াও মারামারির ঘটনায় থানায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। মোট ২ টি মামলার আসামি আটক জাহাঙ্গীর সরদার। আটক জাহাঙ্গীর সরদারকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply