মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
জাতীয় যুবশক্তির দিনাজপুর জেলা কমিটির এক বছর মেয়াদি নবঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। পুরো শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
নবগঠিত কমিটির নেতারা জানান, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আগামী এক বছর তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
Leave a Reply