মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে সদর ও দৌলতপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর থানা এলাকায় মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে এবং দৌলতপুর থানা এলাকায় পরোয়ানাভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, “সাম্প্রতিক সময়ে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান জানান,পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এমন কার্যক্রম চলমান থাকবে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Leave a Reply