মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
বরগুনার তালতলী উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য অফিসের মাঠ সহায়ক মো. আবুল কাসেম রিঙ্কু ও তার বাবা উপজেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক জলিল ফকিরের নামে ইলিশ মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে স্থানীয় জেলেরা বিপুল পরিমাণ ইলিশ মাছ আটক করে। অভিযোগ অনুযায়ী, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইনের সঙ্গে যোগসাজশে রিঙ্কু ও তার বাবা সমুদ্রে ইলিশ শিকার করেছেন।
স্থানীয় জেলে আমির হোসেন ও রুবেল জানান, ট্রলারের ইলিশ মাছ বস্তা ও ড্রামে ভরে রিঙ্কুর আড়তে নেওয়া হয়। প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
রিঙ্কু অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাবার আড়ত ব্যবসার সঙ্গে রাজনৈতিক কারণে তাকে জড়ানো হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন
Leave a Reply