মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দিনাজপুরে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাদ্যযন্ত্রের সুরে সাজানো র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। তিনি বলেন,
> “শিক্ষক-শিক্ষার্থী-প্রতিষ্ঠান—এই তিনটি ওতোপ্রতভাবে জড়িয়ে রয়েছে। এই তিনটি ছাড়া শিক্ষা ফলপ্রসূ হয় না। শিক্ষক হচ্ছেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর ভয়েজ, বডি ল্যাংগুয়েজ ও আচরণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো হওয়া প্রয়োজন। শিক্ষকদের আত্মোপলব্ধি করতে হবে, কারণ শিক্ষার্থীরা সবসময় তাদের শিক্ষককে অনুসরণ করে। অবশ্যই শিক্ষকদের সামাজিক মর্যাদা দিতে হবে, কারণ একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষকই প্রকৃত কারিগর।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন —
নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.স.ম আব্দুল মঈদ,
দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মারুফা বেগম,
ফুলবন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক,
রাণীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমান,
ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান,
দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম,
এবং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply