মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সামাজিক সমস্যা সমাধান এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন,
“বিভিন্ন পূজামণ্ডপের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আনসার বাহিনীকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। বোচাগঞ্জ থানা জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মারুফ হাসান বলেন,
“উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। মাদক ও কিশোর অপরাধ দমনে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিত ভূমিকা রাখতে হবে। বিশেষ করে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। এজন্য প্রশাসন সবসময় সতর্ক অবস্থানে থাকবে।
সভা শেষে বক্তারা সম্মিলিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply