মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ থেকেই শুরু হচ্ছে পূজার মূল আনুষ্ঠানিকতা দীঘিনালায় মোট ৯ টি মন্দিরে এই পূজা চলবে বলে জানান ।
এদিকে, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ১৪৪ ধারা জারি করেছেন। তিনি জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আধাবেলা ও শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র–জনতা। অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
এরই মধ্যে ১৪৪ ধারা জারি থাকা অবস্থাতেই জুম্ম ছাত্র–জনতা অনির্দিষ্টকালের হরতাল অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ফলে জেলার প্রতিটি উপজেলায় এর প্রভাব পড়েছে।
পূজার আয়োজকরা জানান, উৎসবকে ঘিরে যে উৎসাহ–উদ্দীপনা তারা আশা করেছিলেন তা কিছুটা ম্লান হয়ে গেছে। তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পারবেন বলে আশা করছেন।
পূজাকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা ঠেকাতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a Reply