মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে এক মানসিক ভারসাম্যহীন বাঙালি যুবকের হাতে এক পাহাড়ি স্কুলছাত্রীর গায়ে হাত দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালখালী বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ করে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মধুরানি চাকমা (১৫)-এর গায়ে স্পর্শ করেন। পরে বাজারের লোকজন বিষয়টি দ্রুত ছড়িয়ে দিলে উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনার পরপরই দীঘিনালা জোনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি সমাধানের জন্য দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি), বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়। দুই পক্ষকে অভিভাবকসহ বাজার কমিটির কার্যালয়ে হাজির করা হলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ইচ্ছাকৃতভাবেই শিক্ষার্থীর গায়ে হাত দেন।
এরপর অভিযুক্ত মো. রাজ্জাক মিয়া (৫০), পিতা মৃত সিরাজুল ইসলাম, গ্রাম জামতলি, ইউনিয়ন মেরূং, দীঘিনালা —কে আটক করে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীঘিনালা জোন সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
Leave a Reply