মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর পরিচালিত পৃথক অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করতে সক্ষম হন।
সূত্রে জানা যায়,২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলার লালন চত্ত্বর হাইওয়ে রোড এলাকায় বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১৫,৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। এর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৬২ হাজার ৪০০ টাকা। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম।
এছাড়া,২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০৮ কেজি ভারতীয় কারেন্ট জাল আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩২ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ ইলিয়াস হোসেন।
অন্যদিকে,২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠ থেকে ভারতীয় ১০ বোতল মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মোঃ খোরশেদ আলম।
সর্বমোট তিনটি অভিযানে আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মূল্য দাঁড়িয়েছে ১৩ লাখ ৯ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটককৃত নকল বিড়ি নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হবে এবং মাদক ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান,পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply