মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার খোকসা উপজেলার ধোকড়াকোল কুটিপাড়া, গোসাইডাঙ্গী ও আমলাবাড়ি কোলে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পদ্মা নদীর তীরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন।
নদীর কুল ঘেঁষে হাজারো মানুষের সমাগমে নৌকার পাল্লা জমে ওঠে উৎসবে। দর্শকরা উল্লাসধ্বনিতে মুখরিত করে তোলেন চারপাশ।
নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। তিনি কবুতর উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ সাদী বলেন,“আমরা ছোটবেলা থেকেই এই নৌকা বাইচ দেখে আসছি। আজও একইভাবে নদীর কুলে হাজার হাজার দর্শকের ভিড় জমিয়েছে। এই খেলাই আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত নিদর্শন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নৌকা বাইচ শুধু বিনোদন নয়,বরং গ্রামীণ সমাজে ঐক্য ও সম্প্রীতি ছড়িয়ে দেয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন,আগামী প্রজন্মও যেন এই ঐতিহ্যবাহী খেলাগুলো সম্পর্কে জানার ও অংশগ্রহণের সুযোগ পায়।
আয়োজকদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার থেকে মূল প্রতিযোগিতা শুরু হবে এবং আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।
Leave a Reply