মোহাম্মদ মিজান খান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নবীগঞ্জ শহরের আরজু হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর জামায়াতের আমীর সোহেল আহমদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাষ্টার এম এ মুসা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী মোঃ শাহজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, উপজেলা সেক্রেটারী সাইদুল হক চৌধুরী সাদিক, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা এমাদুল হক,ব্যাবসায়ী সংগঠন আইবিডব্লিউ এফের উপজেলা সভাপতি এহসানুল হাদী রোমান।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু রঙ্গলাল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীল কণ্ঠ দাশ সামন্ত নন্টি, গোবিন্দ জিউড় আখড়া সভাপতি অজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক লিটন দেব নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক চারু দেব, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক অনন্ত কুমার দাশ, পৌর আহবায়ক বিভু, আচার্য্য, গীতা শিক্ষক সঞ্জয় দাশ, নিদেশ দাশ,দিপক পাল,হিমাংশ সরকার, মৃনাল কান্দি রায় প্রমুখ।
বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জামায়াতে ইসলামী সব ধরনের সহযোগিতা করবে। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলার পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং জামায়াতের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply