মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ কর্মকর্তারা। সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা পুলিশের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজা মণ্ডপে আগত পূজারি,দর্শনার্থী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন ওসি মোশাররফ হোসেন। তিনি সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান এবং উৎসবকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন।
এ সময় তিনি জানান,কুষ্টিয়ার প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply