খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব বিমল কৃষ্ণ মল্লিককে সংবর্ধনা জানানো হয়। অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক,পিপিএম। তিনি বিমল কৃষ্ণ মল্লিকের দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা,সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রশংসা করেন। ডিআইজি বলেন,বিমল কৃষ্ণ মল্লিক তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা দিয়ে পুলিশের সেবাকে জনগণের কাছে সহজলভ্য করেছেন। তাঁর এই অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এসময় পুলিশ বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন,পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সহকর্মীদের প্রতি ছিলেন আন্তরিক ও সহযোগিতাপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা বিমল কৃষ্ণ মল্লিকের অবসরোত্তর জীবনের জন্য শুভকামনা জানান এবং দীর্ঘ কর্মজীবনে তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply