মোঃ মনিরুল ইসলাম সদর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া।
আজ ১৫ /০৯/ ২০২৫ ইং তারিখ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়। মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পূজা উদযাপন বিষয়ে পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য সকলের প্রতি আহবান জানান। শান্তিপূর্ণভাবে দূর্গাৎসব উদযাপন ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করাসহ পালাক্রমে ডিউটির ব্যবস্থা করার জন্য সকলকে অনুরোধ করেন।
Leave a Reply