বাহাদুর চৌধুরী :১১/৯/২০২৫
কুমিল্লা জেলার বিশিষ্ট সাংবাদিক এম হাসানের বিরুদ্ধে দায়ের করা একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে ১০ই সেপ্টেম্বর ২০২৫ কুমিল্লা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকবৃন্দ।
উক্ত সময় সাংবাদিক নেতারা বলেন ,
“গণমাধ্যমের সত্য উচ্চারণই এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক এম হাসান যেভাবে একটি সাহসিকতার সঙ্গে দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেছিলেন, তা ক্ষমতাবানদের চোখে সহ্য হয়নি বলেই তাঁর বিরুদ্ধে চক্রান্তমূলক মামলা দায়ের করা হয়েছে।”
সাম্প্রতিক সময়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা-এর সাহসী প্রতিবেদক শাহিন আলমের বিরুদ্ধেও একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। শাহিন আলম দীর্ঘদিন ধরে সমাজে সংঘটিত অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করে আসছিলেন। তাঁর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই তাঁকে হয়রানির উদ্দেশ্যে মামলা করা হয়।
ওই ঘটনার প্রতিবাদে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সাংবাদিকরা সারা বাংলাদেশে একযোগে প্রতিবাদ ও মানববন্ধনের ডাক দেন, যা দেশের গণমাধ্যম ইতিহাসে বিরল উদাহরণ হয়ে দাঁড়ায়। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর, সিলেটসহ প্রায় সব বিভাগীয় শহরে সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ কর্মসূচি পালন করে।
সমাবেশে কুমিল্লার সাংবাদিক নেতারা বলেন,
“শাহিন আলম ও এম হাসান – উভয় সাংবাদিকই অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। আজ তারা মিথ্যা মামলার শিকার। যদি এখনই সাংবাদিক সমাজ জেগে না ওঠে, তাহলে সত্য লেখার অধিকার সম্পূর্ণ হারিয়ে যাবে।”
কুমিল্লা জেলায় সাংবাদিকদের বিরুদ্ধে এর আগেও একাধিক মিথ্যা মামলা দায়েরের নজির রয়েছে:
সাংবাদিক রফিকুল ইসলাম (২০২৩): দুর্নীতির রিপোর্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।
সাংবাদিক আনোয়ার হোসেন (২০২৪): নারী নির্যাতন রিপোর্ট করায় হয়রানি মূলক মামলা।
সাংবাদিক তানভীরুল ইসলাম (২০২৪): জনপ্রতিনিধির দুর্নীতি ফাঁস করায় মিথ্যা অভিযোগ।
সমাবেশ থেকে বক্তারা এম হাসান ও শাহিন আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একইসাথে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা ও হয়রানিমূলক মামলা বন্ধে একটি শক্তিশালী আইনি ও নীতিগত নিরাপত্তার দাবি তোলেন।এদিকে উক্ত মানববন্ধন সমর্থন করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধের প্রধান পরিদর্শক দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সম্পাদক ও প্রকাশক কুমিল্লা জেলায় সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
Leave a Reply