মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার বাজারে সবজির লাগামহীন দাম সাধারণ ক্রেতাদের নাজেহাল করে তুলেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই ৬০ থেকে ১০০ টাকা কেজির মধ্যে ঘোরাফেরা করছে। এমন অবস্থায় অধিকাংশ ক্রেতাই এখন আধা কেজি করে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। বর্তমানে বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকা, পটল ৭০ টাকা, মুলা ৭০ টাকা, বেগুন (গোল) ৮০-১০০ টাকা, বেগুন (লম্বা) ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, চিচিঙা ৭০ টাকা, ধন্দুল ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, কচু ২০ টাকা, কচুর লতি ৩০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা। তুলনামূলকভাবে আলুর দাম স্থিতিশীল রয়েছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা এবং কাঁচা পেঁপে ১৫- ২০ টাকা। ভুক্তভোগী ক্রেতা আশরাফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,৬০ থেকে ১০০ টাকার নিচে এখন কোনো সবজি নেই। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এত দামে বাজার করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। একেকটি সবজি আমি আধা কেজি করে কিনেছি। অথচ এতদিন ধরে দাম বাড়তি থাকলেও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ নেই। সবজি বিক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় তাদের ব্যবসাও কমে গেছে। মিউনিসিপাল বাজারের বিক্রেতা হাশেম আলী জানান,আগে যেখানে প্রতিদিন ৪০ কেজি সবজি বিক্রি করতাম,এখন তা নেমে এসেছে ২০ কেজিতে। কারণ, ক্রেতারা এক কেজির বদলে আধা কেজি করে কিনছেন। অন্যদিকে,বিক্রেতা জাহাঙ্গীর আলম মনে করছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি রয়েছে। তিনি বলেন,এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে গেছে। নতুন ফসল বাজারে উঠলে দাম কিছুটা কমতে পারে। তার আগ পর্যন্ত সবজির দাম বাড়তি থাকবে। সবজি বিক্রেতা ও ক্রেতাদের অভিমত,বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আশাবাদী, দ্রুত কার্যকর উদ্যোগ নিলে সবজির দাম কিছুটা হলেও স্বাভাবিক হবে।
Leave a Reply