দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
মাদক ব্যবসায়ীদের হামলায় নগরীর বাস্তুহারা এলাকায় ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তরিকুল ইসলাম তাহের-সহ ৪ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় মাদককে না বলুন এই প্রতিপাদ্যায় নিয়ে ৯ নং ওয়ার্ড যুবদলের মাদকবিরোধী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মাদক কারবারীদের হামলার শিকার হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় রয়েছেন সাবেক মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তরিকুল ইসলাম তাহের সহ হারুনুর রশিদ সুজন (২৫), বাস্তুহারা ইউনিট ছাত্রদলের আহবায়ক ও বাইতুর রহমত জামে মসজিদের মুয়াজ্জেম মোঃ মিরাজুল ইসলাম সজীব (২০), বাস্তুহারা ইউনিট যুবদলের কর্মী সোহাগ (২২) সহ আরও কয়েকজন।
ভুক্তভোগীরা বলেন, এই এলাকায় যারা মাদক বিক্রি করেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। যারা মাদক বিক্রেতাদের সেল্টার দাতা। আমাদের এই কর্মকান্ড তাদের পছন্দ হয় না। এই জন্যই তারা আমাদের উপর হামলা করেছে। আমারা একটু সুস্থ হলেই মামলা করব।
এই ঘটনার বিষয় খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু বলেন, এ ধরনের কোন ঘটনা আর যাতে না ঘটে। এ জন্য দোষীদের শাস্তি হওয়া উচিত।
Leave a Reply