মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ভিডাব্লিউবি উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম এবং ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবু সাইদ, মো. কালাম শেখ, মো. এমদাদুল হক খোকন, মোছা. মরিয়ম খাতুন, মোছা. রাজিয়া খাতুন ও মোছা. হাসিনা খাতুন। এ সময় ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপকারভোগীদের হাতে কার্ড ও চাউল তুলে দেন। কার্ড ও চাউল বিতরণের পূর্বে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান উপকারভোগী নারীদের উদ্দেশ্যে বলেন, “প্রতিমাসে সরকার যে চাল প্রদান করছে সেই অর্থ যেন আপনারা সঞ্চয় করতে পারেন এবং ভবিষ্যতে এই সঞ্চিত অর্থ দিয়ে নিজেদের উন্নয়নমূলক কাজে ব্যবহার করবেন। সরকারের উদ্দেশ্য সফল করতে আপনাদের সজাগ থাকতে হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকের এই সহায়তা বিতরণ করা হলো। বক্তারা আরও বলেন, সরকার প্রদত্ত সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা এর সুফল পান।
Leave a Reply