বিশেষ প্রতিনিধি :ইঞ্জিনিয়ার আলামিন চৌধুরী :
সাম্প্রতিক সময়ে কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিদুল ইসলাম ও এসপি নাজির হোসেনের বিরুদ্ধে সাংবাদিক এম. এ. শাহিন আলমকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন:
“সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সিনিয়র সাংবাদিক ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. এ. শাহিন আলমের বিরুদ্ধে ৯/৬ তারিখে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানির চেষ্টা করছে একটি দুর্নীতিবাজ গোষ্ঠী। আদালত থেকে জামিন পাওয়ার পরও তাকে নানা কৌশলে নিপীড়ন করা হচ্ছে।”
– অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
– তদন্ত করে প্রকৃত ষড়যন্ত্রকারীদের শাস্তির আওতায় আনতে হবে।
– সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ কার্যকর করতে হবে।
সাংবাদিক নির্যাতনের পরিসংখ্যান (সাম্প্রতিক ১৩ মাসে): ৭/৯/২০২৫ ইংরেজি তারিখে বোরহানউদ্দিন উপজেলা সাংবাদিক জুয়েল মাস্টার সহ
৭২ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা
২৫টিরও বেশি শারীরিক হামলার ঘটনা
অন্তত আজ ৯/৯/২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে একজন সহ ৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন রহস্যজনক পরিস্থিতিতে, কিন্তু এর সংখ্যা আরো বাড়বে।
১১০+ সাংবাদিক পেশাগতভাবে ব্ল্যাকলিস্টেড বা হয়রানির শিকার
সাংবাদিক নেতারা বলেন, যদি অবিলম্বে এই অন্যায়ের বিচার না হয়, তাহলে
সারা দেশে একযোগে ‘কলম বন্ধ আন্দোলন’ শুরু করা হবে।
প্রেস ক্লাব ও থানার সামনে লাগাতার অবস্থান কর্মসূচির হুমকিও দেওয়া হয়েছে।
উক্ত সময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর প্রধান পরিদর্শক দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী ও বিভিন্ন সাংবাদিক নেতারা বর্তমান সরকারকে প্রশ্ন করে বলেন।
“যদি আমরা সত্য বলার দায়ে বন্দি হই, তাহলে মিথ্যার জায়গা কোথায়?”
সাংবাদিক সমাজ চায় – ভয় ও হয়রানিমুক্ত পরিবেশ, যেখানে সংবাদ হবে স্বাধীন, আর কলম চলবে মাথা উঁচু করে।
Leave a Reply