মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে শ্যামলী এন আর পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলা মোড় এলাকায় হঠাৎ একটি অটো রিকশা মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা অ্যাডভোকেট সারিকা গুরুতর আহত হন। তার সঙ্গে আরও দুইজন আহত হন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অ্যাডভোকেট সারিকা কে মৃত ঘোষণা করেন,আহত অপর দুইজন বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ বাস ও অটোরিকশা জব্দ করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত বাসচালককে আটক করা সম্ভব হয়নি।
আইনজীবী মহলে এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply