খুলনা বিভাগীয় ব্যরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলায় মাশরুম চাষকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন তরুণ উদ্যোক্তা মোঃ সাইফুল ইসলাম।
কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের চৌড়হাস এলাকার এই যুবক গড়ে তুলেছেন এম এস মাশরুম সেন্টার,যা ইতিমধ্যেই স্থানীয় জেলা ও বিভাগ পর্যায়ে আলোচনায় এসেছে।
সম্প্রতি সাদ্দাম বাজারস্থ এম এস মাশরুম সেন্টারটি পরিদর্শন করেন আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল। আব্দুল করিম, ডি ডি (ভারপ্রাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া। মোঃ রবিউল ইসলাম, প্রকল্প পরিচালক, যশোর অঞ্চল, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প।
মোছাঃ রূপালী খাতুন,কৃষি অফিসার,সদর উপজেলা, কুষ্টিয়া। নাসিম রেজা,উপসহকারী কৃষি অফিসার,সদর উপজেলা, কুষ্টিয়া ।
এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প এর অধীনে। বাস্তবায়নকাল ২০২৩-২৪ অর্থ বছর, এবং এর বাস্তবায়ন করছে উপজেলা কৃষি অফিস, কুষ্টিয়া সদর।
কাজের ধরন ছিল মাশরুম চাষের শেড নির্মাণ এবং আনুষাঙ্গিক কাজ।
উদ্যোক্তা সাইফুল ইসলাম জানান মাশরুম শুধু স্বাস্থ্যসম্মত খাবারই নয়,এটি দারিদ্র্য হ্রাস এবং কর্মসংস্থান সৃষ্টির একটি বড় মাধ্যম হতে পারে। আমার লক্ষ্য নিজের সাফল্যের পাশাপাশি আশেপাশের যুবকদেরও এ কাজে উদ্বুদ্ধ করা।
কৃষি কর্মকর্তারা বলেন,সাইফুল ইসলামের এ উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। এই ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পুষ্টি উন্নয়ন,বেকারত্ব হ্রাস এবং গ্রামীণ অর্থনীতির উন্নতি সম্ভব।
কুষ্টিয়ার তরুণ উদ্যোক্তার এ সাফল্য প্রমাণ করছে নতুন প্রজন্ম কৃষিকে আধুনিকভাবে গ্রহণ করলে কৃষিভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।
Leave a Reply