দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
01811816672
01999173052
মাদারীপুরের শিবচরে মাকে অচেতন করে তিন মাসের এক শিশুকে চুরির অভিযোগ উঠেছে।
সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মাওলানা রফিকুল ইলাম
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু মারিয়াম ওই এলাকার মাওলানা রফিকুল ইসলামের মেয়ে।
স্বজন ও এলাকাবাসীর দাবি, সকালে শিশুকে কোলে নিয়ে ঘর থেকে বের হন মা কানুন আক্তার। রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অচেতন করে শিশু কন্যাটিকে নিয়ে যায়। পরে দুপুরে জ্ঞান ফিরে কানুন একা ঘরে ফেরেন। বিষয়টি জানাজানি হলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পুলিশকে খবর দেন।
প্রতিবেশীরা বলেন, ‘মেয়ে নিয়ে ঘর থেকে বের হয়ে একা ফিরে আসা অত্যন্ত দুঃখজনক। এটি অজ্ঞান পার্টির কাজ হতে পারে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।’
শিশুটির বাবা মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। আমি আমার আদরের মেয়ের খোঁজ চাই। একইসঙ্গে অপরাধীদের বিচারও চাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। শিশুটির মা নিজে ঘর থেকে বের হন এবং একা ফেরেন। সেই সময়ের মধ্যে কী ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে একাধিক টিম কাজ করছে।’
Leave a Reply