হাসান হৃদয়,
লালমোহন
ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় রফিক ডুবাইয়ের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা তার মা আকিম জান (৬০) কে কুপিয়ে হত্যা করে। একই ঘটনায় তার স্বামী ও পুত্রবধূ গুরুতর আহত হয়ে বর্তমানে লালমোহন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরে ডাকাতরা ঘরে থাকা প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, রাতের অন্ধকারে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে। আকিম জান বাধা দিলে তার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ড ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে যানান!!
এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্তিতি বিরাজ করছে।
Leave a Reply