দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৈত্রিক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশে নির্ধারিত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের হামলায় তিনজন আ*হত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আ*হত অবস্থায় একজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জীবন্দাসকাঠি গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জীবন্দাসকাঠি গ্রামের মিজানুর রহমান মন্টু তার পৈত্রিক জমির অংশে সীমানা বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অ*স্ত্র নিয়ে বাধা প্রদান করেন। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে রা*মদা দিয়ে মন্টুর মা*থায় কো*প দেয়। এতে তিনি গুরুতর র*ক্তাক্ত জ*খম হন। পরে আবারো কো*প মারলে তার হাতের আঙুল কে*টে যায়।
এসময় সালমা আক্তার ও রুমা বেগম এগিয়ে আসলে তাদেরও লাঠিসোটা ও ঘুষি মেরে আ*হত করে বিবাদীরা। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হু*মকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান মন্টুকে ভর্তি করে নেন এবং অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় আহতের স্ত্রী সালমা আক্তার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
Leave a Reply