দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
খুলনায় গুলিবিদ্ধ অবস্থায় মো. গোলাম কিবরিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রূপসা থানাধীন বাগমারা রুহুল আমিন সড়কের জাহানাবাদ মাছ কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ দুটি মোটরসাইকেলে ছয়জন অজ্ঞাত দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার থুতনির নিচে লাগে। পরে দুর্বৃত্তরা রূপসা ব্রিজের দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ এর (১১+১২) নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
গুলিবিদ্ধ মো. গোলাম কিবরিয়া আক্কেল আলি মুন্সির ছেলে। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার বাগমারায়।
Leave a Reply