মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া উপজেলার চরকানাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। চরকানাই স্কুলের দপ্তরি নেজাম উদ্দিন আত্মহত্যা করেছেন।
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯ টার সময় এই ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে দায়ের হওয়া মামলায় সম্প্রতি নেজামের স্ত্রী ও সাড়ে দুই বছরের শিশুসহ গ্রেপ্তার হয়। এই ঘটনা মেনে নিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন নেজাম।
স্থানীয়দের ধারণা, পরিবারের প্রতি গভীর কষ্ট ও অসহায়ত্ব থেকেই তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
খবর পেয়ে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, নেজাম উদ্দিন একজন ভালো স্কুল দপ্তরী ছিলেন। তিনি ছিলেন শান্ত-শিষ্ট স্বভাবের মানুষ। তবে পরিবারের প্রতি দুর্বলতার কারণেই তিনি এমন পথ বেছে নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
৩০/৮/২৫ ইং
Leave a Reply