কুষ্টিয়া প্রতিনিধি: মোবাইল ফোনের প্রতি শিশুদের আসক্তি ভবিষ্যতের জন্য ভয়ানক পরিস্থিতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন সদর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম।
তিনি বলেন, শিশুদের হাতে মোবাইল দেওয়া হলে তারা দ্রুত এর প্রতি আসক্ত হয়ে পড়ে। শুরুতে একদিন কাঁদতে পারে, কিন্তু একবার অভ্যাস তৈরি হয়ে গেলে পরবর্তীতে তা থেকে ফেরানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। এর ফলে শিশুদের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেয়।
মোবাইল আসক্তির কারণে শিশুদের মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা, ক্ষুধামন্দা, পড়াশোনায় অমনোযোগী হওয়া এবং কাজে মনোযোগ হারানোর মতো সমস্যা দেখা দিতে পারে। এক কথায় মোবাইল আসক্তি শিশুদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরও বলেন, পরিবারে সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। কোনোভাবেই শখের বসে বা ভুলবশত শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না। অভিভাবকরা নিজেরাও শিশুদের সামনে অযথা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকবেন।
“আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের সবার দায়িত্ব।”
বিশেষ দ্রষ্টব্য: শিশু শিল্পী মেহের মুসতারি (বয়স ২ বছর)–এর ভিডিওচিত্রটি কেবল সচেতনতা বৃদ্ধির জন্যই প্রচার করা হয়েছে।
Leave a Reply